reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মে, ২০২২

চট্টগ্রাম টেস্ট

বড় লিডে চোখ

তামিম ইকবালের সেঞ্চুরি আর তিন ফিফটিতে চট্টগ্রাম টেস্টের লাগাম অনেকটাই বাংলাদেশের হাতে। বুধবার (১৮ মে) বড় লিড নিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চায় মুমিনুল হকের দল। এরপর চেপে ধরতে চায় শ্রীলঙ্কাকে।

৩ উইকেট হারিয়ে ৩১৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংসের রান পেরিয়ে যেতে স্বাগতিকদের চাই স্রেফ আর ৮০ রান।

১৩৪ বলে ২ চারে ৫৩ রানে খেলছেন মুশফিকুর রহিম। দারুণ ছন্দে থাকা লিটন দাস রান ১১৩ বলে ৮ চারে ৫৪। এই দুজনের অবিচ্ছিন্ন জুটি ৯৮ রানের।

পায়ে ক্র‍্যাম্পের জন‍্য চা-বিরতির পর আর মাঠে নামেননি তামিম। তবে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলন ব‍্যাটিং কোচ জেমি সিডন্স জানান, ক্র‍্যাম্প ছাড়া আর কোনো সমস‍্যা নেই বাঁহাতি এই ওপেনারের। প্রয়োজন হলে চতুর্থ দিন ব‍্যাটিংয়ে নামবেন তিনি।

চতুর্থ দিন শেষে

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৯৭, বাংলাদেশ ১ম ইনিংস : ১০৭ ওভারে ৩১৮/৩

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম টেস্ট,মুশফিকুর রহিম,বাংলাদেশ,লিটন দাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close