reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০২২

নাঈমের ফাঁদে ধরা পড়লেন লঙ্কান অধিনায়ক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে প্রথম সাফল্য পেল টাইগাররা। নায়ক এবার নাঈমান হাসান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। দ্রুতগতিতে করা একটি বলে পরাস্ত হন করুনারত্নে। পেছনে গিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু বল লাগে প্যাডে। জোরলো আবেদনে সাড়া দিতে দেরি করেছেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন দিমুথ, কিন্তু কোনো কাজে আসেনি। ১৭ বলে ৯ রান করেন তিনি। স্কোর: শ্রীলঙ্কা ২৩/০ (৭.৫ ওভার)

শুরুতেই রিভিউ হারালো বাংলাদেশ : শরিফুল ইসলামের বলে পঞ্চম ওভারে রিভিউ হারিয়েছে বাংলাদেশ। প্রথম বলটিই ওশাদা ফার্নান্দোর পায়ে লাগে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন মুমিনুল হক। কিন্তু বল আউট সাইড পিচ করায় বাংলাদেশ রিভিউ হারায়। আর বাকি আছে দুটি।

সাইমন্ডস স্মরণে নীরবতা : গাড়ি দুর্ঘটনায় রোববার প্রাণ হারিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। তার আচমকা মৃত্যুতে ক্রিকেট বিশ্ব শোকে স্তব্ধ। ক্রিকেটার, সমর্থক সবাই বাকরুদ্ধ। ২০০৩ এবং ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ জেতা সাইমন্ডসকে সম্মান জানিয়ে চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা এক মিনিট নীরবতা পালন করেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করুনারত্নে,শ্রীলঙ্কা,টেস্ট,নাঈম হাসান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close