reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মে, ২০২২

আবারো পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ

ছবি : সংগৃহীত।

বিসমাহ মারুফ আবারো পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন । গত নারী বিশ্বকাপে পাকিস্তানের নারী ক্রিকেট দলের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। তাই বিসমাহ মারুফের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল।

শেষ পর্যন্ত এই অলরাউন্ডারের উপরই আস্থা রেখেছে পিসিবি। ২০২২-২৩ মৌসুমের জন্য জাতীয় দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে তাকে।

সানা মিরের স্থলাভিষিক্ত হয়ে ২০১৬ সাল থেকে বিসমাহ দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, ‘যেকোনো ক্রিকেটারের জন্য তাদের দেশের অধিনায়কত্ব করা সম্মানের। এই দায়িত্ব চালিয়ে যাওয়া আমার জন্য সৌভাগ্যের। আগামী মৌসুম ব্যস্ত সময় পার করবে পাকিস্তান নারী দল। এই চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত।’

টি-টোয়েন্টি এশিয়া কাপ ও আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে আগামী মৌসুমে। এমাসের শেষের দিকে বিসমাহরা করাচিতে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।

পরে ২৫ জুলাই থেকে ৮ আগস্ট বার্মিংহামে কমনওয়েলথ গেমস, তার আগে ১২-২৪ জুলাই ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,জাতীয় নারী ক্রিকেট দল,বিসমাহ মারুফ,অলরাউন্ডার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close