reporterঅনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল, ২০২২

গোলরক্ষককে ‘খেলা’ শেখালেন দর্শক!

ছবি : সংগৃহীত

খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে দর্শকরা অনেক সময়ই ক্ষুদ্ধ হন। গ্যালারি হোক কিংবা টিভি সেটের সামনে, চিৎকার-চেঁচামেচি করে হয়ত নির্দেশনাও নেহায়েত কম দেননা খেলোয়াড়দের। তবে যদি মাঠে ঢুকে কোন পেশাদার খেলোয়াড়ের সামনে গিয়ে তাকে সত্যিই খেলা শেখানোর চেষ্টা করেন কেউ, তখন ব্যাপারটা কেমন হবে!

সোমবার ব্রাজিলের চতুর্থ বিভাগ ফুটবল লিগ সিরি ডি’তে এমন ঘটনাই ঘটেছে। সান্তা ক্রুজ বনাম এএসএ’র ম্যাচে গ্যালারিতে থাকা এক দর্শক ম্যাচ শেষে মাঠে ঢুকে গোলরক্ষককে শট সেভ করা ‘শেখানোর’ চেষ্টা করেছেন।

ম্যাচটি সান্তা ক্রুজ ২-১ গোলে হেরে যাওয়ার পর দলটির এক সমর্থক গোলরক্ষকের সামনে গিয়ে ব্যাঙ্গাত্মকভাবে এক পাশে ঝাঁপিয়ে পড়ে কাল্পনিক বলটি ঠেকান। সান্তা ক্রুজ গোলরক্ষক ক্লেভের রদ্রিগো গোমেস রুফিনোর পারফরম্যান্স একেবারেই মনে ধরেনি সেই সমর্থকের, আর সেজন্যই মাঠে ঢুকে এমনটা করেছেন তিনি।

সমর্থকের এই অদ্ভুত কাজ দেখে গ্যালারিতে থাকা প্রায় ২০ হাজার দর্শক তাকে অভিবাদন জানান। তবে সান্তা ক্রুজ গোলরক্ষক রুফিনো তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া দেখাননি।

গোলপোস্টের পাশে রাখা নিজের পানির বোতল আর তোয়ালে নিয়ে সোজা মাঠ ছেড়ে যান তিনি। এরপরই সেই সমর্থককে মাঠ থেকেই আটক করে পুলিশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফুটবল,লিগ সিরি ডি,গোলরক্ষক,দর্শক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close