reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২২

সেমিতে উঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

অ্যান্টিগায় যুব বিশ্বকাপের সুপার লিগ কোয়ার্টার ফাইনালে টস হেরে শক্তিশালী ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সেমিতে ওঠার এই লড়াইয়ে দুই দলই আজ তাদের সেরা পারফর্ম দেখাতে মরিয়া।

দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে ভারতের পাল্লাই ভারি। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটি জিতেছে ভারত, বাংলাদেশের জয় একটি। একটি ম্যাচের ফল হয়নি।

বাংলাদেশ সর্বশেষ ভারতের অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছিল গত ৩১ ডিসেম্বর, এশিয়া কাপের সেমিফাইনালে। সেই ম্যাচে ১০৩ রানের বড় ব্যবধানে হারে টাইগার যুবারা।

তবে যুব বিশ্বকাপের সর্বশেষ আসরে এই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের মতো মঞ্চে যেটি হতে পারে জুনিয়র টাইগারদের আত্মবিশ্বাসের বড় টনিক।

গতবারের ফাইনালে ভারতকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম বিশ্ব আসরের শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি দুই দল।

ওয়েস্ট ইন্ডিজের কুলিজে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হয় ম্যাচটি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ : মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মোঃ ফাহিম, আরিফুল ইসলাম, এস এম মেহেরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান ও রিপন মন্ডল।

ভারতের অনূর্ধ্ব-১৯ একাদশ : এ রঘুবংশী, হারনুর সিং, শেখ রশিদ, যশ ঢুল*, বাওয়া, সিদ্ধার্থ ইয়াদব, তাম্বে, বানা, হাঙ্গারগেকার, ভিকে অস্টওয়াল ও রবি কুমার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সেমিতে উঠা,ভারত,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close