reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০২২

অবসরের সিদ্ধান্ত নিয়ে আফসোস সানিয়ার

ছবি : সংগৃহীত

গেল সপ্তাহে নারী দ্বৈতের ম্যাচে হারের পরই সানিয়া মির্জা জানিয়েছিলেন, চলতি মৌসুম শেষেই আর টেনিস কোর্টে দেখা যাবে না তাকে। তবে তার এক সপ্তাহ পরই সেই সিদ্ধান্ত নিয়ে আফসোস ঝরে পড়ল তার কণ্ঠে। এরপর থেকেই স্থানীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, অবসরের সিদ্ধান্ত তুলে নিয়ে খেলা চালিয়ে যেতে পারেন তিনি।

মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসেও হেরে যান সানিয়া। তখনই ধরে নেওয়া হয়েছিল, শেষ বারের মতো মেলবোর্ন পার্কে দেখা গেল তাকে। মিশ্র দ্বৈত বিভাগের কোয়ার্টার ফাইনালে সানিয়া এবং রাজীব রাম ৪-৬, ৬-৭ (৫-৭) হেরে যান অস্ট্রেলীয় জুটি জেসন কুবলার এবং জেমি ফার্লিসের কাছে।

২০২২-ই তার শেষ বছর হতে চলেছে বলে গেল সপ্তাহেই ঘোষণা দিয়ে রেখেছিলেন সানিয়া। এরপর আর টেনিস র‍্যাকেট হাতে খেলোয়াড় হিসেবে দেখা যাবে না তাকে।

তবে এই ম্যাচের পরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সানিয়া জানালেন তার আফসোসের কথা। বললেন, ‘সত্যি বলতে আমার মনে হচ্ছে, খুব দ্রুত, খুব তাড়াহুড়ো করে ঘোষণাটা দিয়ে ফেলেছি। আমার এখন আফসোসই হচ্ছে। সবাই এখন এই ব্যাপারটা নিয়েই আমার কাছে জানতে চাইছে।’

তবে অবসরের ঘোষণা দিলেও সেই ভাবনা মাথায় নেই তার, জানালেন সানিয়া। বললেন, ‘ম্যাচ জিততেই আমি টেনিস খেলছি। যত দিন খেলব, এ ভাবেই জেতার জন্যই খেলব। আপনারা আমাকে অনেক দিন ধরে চেনেন। এমন নয় যে, অবসরের কথা মাথায় নিয়ে আমি খেলছি। আমি টেনিস উপভোগ করি, তাই খেলছি।’

সানিয়ার ‘আফসোসের’ কথার পর থেকেই অবসরের ঘোষণা তুলে নেওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সে নিয়েও ভক্তদের ধোঁয়াশাতেই রাখলেন তিনি। বললেন, ‘বছরের শেষে কী ঘটতে চলেছে, তা নিয়ে ভাবতে চাই না। আমি এখনও জিততে চাই। যেখানে যা টুর্নামেন্ট খেলব, জিততে চাই।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সানিয়া মির্জা,টেনিস,অস্ট্রেলিয়ান ওপেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close