reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০২২

ভারত-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল আফগানিস্তান

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। আর এর মধ্য দিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের টেবিলে দারুণ উন্নতি হয়েছে তাদের। একলাফে তারা এগিয়েছে সাত ধাপ। আর পেছনে ফেলেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলকে।

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ থেকে সর্বোচ্চ ৩০ পয়েন্ট সংগ্রহ করে সুপার লিগের টেবিলে ৫ নম্বরে উঠে এসেছে আফগানরা। অবশ্য এই সিরিজ শুরুর আগে তাদের অবস্থান ছিল ১২ নম্বরে।

সাত ধাপ উন্নতি করে এ যাত্রায় রশিদ-মুজিবরা পেছনে ফেলেছে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে। বর্তমানে ৬ ম্যাচে আফগানিস্তানের সংগ্রহ ৬০ পয়েন্ট।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়ানডে সিরিজে,হোয়াইটওয়াশ,আফগানিস্তান,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close