reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০২২

আইসিসির বর্ষসেরার খেতাব জিতলেন শাহিন আফ্রিদি ও স্মৃতি মান্ধানা

অন্যদের পেছনে ফেলে আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। অন্যদিকে নারী বিভাগে বর্ষসেরার খেতাব জিতেছেন ভারতীয় ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে শাহিন ও রাসেল হেহো ফ্লিন্ট বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে স্মৃতির নাম ঘোষণা করে আইসিসি।

বর্ষসেরা ক্রিকেটারের পাশপাশি একই সঙ্গে বর্ষসেরা আম্পায়ারের নামও ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবার সেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস।

২০২১ সালে বল হাতে শাহিন ছিলেন অসাধারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

সব মিলিয়ে ২০২১ সালে তিন ফরম্যাটে ৩৬টি ম্যাচ খেলে ৭৮টি উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। ফলে তাকেই সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করে আইসিসি।

অন্যদিকে নারী ক্যাটাগরিতে সেরা হওয়া স্মৃতি মান্ধানা ব্যাট হাতে ছিলেন অসাধারণ। তিন ফরম্যাট মিলিয়ে ২২ ম্যাচ খেলে ৮৫৫ রান করেছেন তিনি। গত বছর পাঁচটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি হাঁকান স্মৃতি।

এছাড়া ২০২১ সালে আইসিসির ওয়ানডের সেরা খেলোয়াড় হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। গত বছর বাবর ছয়টি ওয়ানডে খেলে দুই সেঞ্চুরিসহ ৪০৫ রান করেন।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ইংলিশ দলপতি ১৫ ম্যাচ খেলে ছয়টি সেঞ্চুরিসহ ১৭০৮ রান করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইসিসি,বর্ষসেরা ক্রিকেটার,শাহিন শাহ আফ্রিদি,স্মৃতি মান্ধানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close