reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০২২

শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

কমনওয়েলথ গেমস নারী টি-টোয়েন্টি ক্রিকেটের বাছাইপর্বের তিন ম্যাচ দুর্দান্ত খেলে চতুর্থ ম্যাচে এসে খেই হারালো বাংলাদেশ। হেরে গেলো শ্রীলঙ্কার কাছে।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে মালয়েশিয়ার কিনরারা একাডেমি ওভালে লঙ্কানরা আগে ব্যাট করে ৬ উইকেটে ১৩৬ রান তোলে। জবাবে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

সালমাদের ২২ রানে হারিয়ে জুলাইতে বারমিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম কমনওয়েলথ গেমসে জায়গা করে নিলো শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। যেখানে র‌্যাঙ্কিং ও আয়োজক হিসেবে ইতোমধ্যে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আর বাছাইপর্ব থেকেই বিদায় নিলো এশিয়া কাপজয়ী বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩৬/৬ (গুনারত্নে ৭, আতাপাত্তু ৪৮, হাসিনি ৭, হার্শিথা ১৯, নিলাকশি ২৮, আনুশকা ২০*, কাঞ্চনা ০, দিলহারি ১*; সালমা ৪-০-১৪-১, সুরাইয়া ২-০-১২-১, নাহিদা ৪-০-৩৪-২, রুমানা ৪-০-৩৩-১, রিতু ৩-০-২৩-০, মেঘলা ৩-০-১৭-০)

বাংলাদেশ : ২০ ওভারে ১১৪/৫ (শামিমা ৬, মুর্শিদা ৩৬, ফারজানা ৩৩, নিগার ২০, সোবহানা ১১*, রিতু ০, রুমানা ২*; উদেশিকা ২-০-২২-০, দিলহারি ৪-০-২১-০, কাঞ্চনা ২-০-১৩-১, রানাভিরা ৪-০-২২-০, নিসানসালা ৪-০-১৭-০, আতাপাত্তু ৪-০-১৭-৩)

ফল : শ্রীলঙ্কা ২২ রানে জয়ী

প্লেয়ার অব দ্য ম্যাচ : চামারি আতাপাত্তু

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমনওয়েলথ গেমস,নারী টি-টোয়েন্টি ক্রিকেট,বাছাইপর্ব,বাংলাদেশ,বাংলাদেশের মেয়েরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close