reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০২২

কমনওয়েলথ গেমসে নারী দলের দুর্দান্ত সূচনা

ম্যাচে জিতে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২-এর নারী বাছাইপর্বে দারুণ পারফর্মেন্স দিয়ে সূচনা করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসরা ৮ উইকেটে হারিয়েছে মালয়েশিয়ান নারী দলকে।

কুয়ালালামপুরে মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাগতিকরা ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলিংয়ের বিপরীতে একেবারেই সুবিধা করতে পারেনি।

২০ ওভারে ৪৯ রানে অলআউট হয়ে সাজঘরে ফেরেন মালয়েশিয়ান নারী দল। ৮ উইকেট ও ৭২ বল হাতে রেখেই জয় তুলে নেয় নিগার সুলতানার দল। ম্যাচ সেরা হয়েছে বাংলাদেশের রুমানা আহমেদ।

টস হেরে আগে ব্যাট করতে নামে মালয়েশিয়া। দলের পক্ষে দুই অঙ্কের রান করেছেন মাত্র দুজন, উইনিফ্রেড দুরাইসিঙ্গাম (১২) ও মাস এলিসা (১১)।বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন সুরাইয়া ও রুমানা।

উদ্বোধনী ম্যাচে ৫০ রানের লক্ষ্যে মাঠে নেমে শুরুতেই ৩৮ রানের জুটি গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

শামিমা সুলতানা ৪টি চার ও ১টি ছক্কা পিটিয়ে ১৯ বলে ২৮ রান তুলে বিদায় নেন।আরেক ওপেনার মুর্শিদা খাতুন ১৬ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন।

পরে ফারজানা হক (৭) ও নিগার সুলতানা (৩) জয় সুনিশ্চিত করে। ৮ উইকেট ও ১২ ওভার হাতে রেখেই কমনওয়েলথ গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল শুরুটা করেছে দুর্দান্তভাবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইসিসি,কমনওয়েলথ গেমস,বাংলাদেশ নারী ক্রিকেট দল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close