reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০২২

ফুটবলের নতুন স্প্যানিশ কোচ পৌঁছেছেন ঢাকায়

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ আজ সন্ধ্যার পর বাংলাদেশে এসে পৌঁছেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে) হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরাকে স্থায়ীভাবে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

এর আগে জেমি ডে’কে বিদায় করে দেয়ার পর বাংলাদেশ ফুটবল দলের জন্য আরও দু’জন বিদেশীকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। একজন অস্কার ব্রুজোন এবং অন্যজন মারিও লেমস। কিন্তু এই দু’জনের কাউকেই স্থায়ী করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

শেষ পর্যন্ত স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরাই হলো ফুটবল দলের নতুন কোচ। অবশেষে এই স্প্যানিশ কোচ আজ সন্ধ্যার পর বাংলাদেশে এসে পৌঁছেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যে, জেদ্দা থেকে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান তিনি।

বাংলাদেশে এসেই হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরা বলেন, ‘অবশেষে বাংলাদেশে আসতে পারলাম। আমি খুব খুশি। খুব শিগগিরই ফুটবলারদের সঙ্গে দেখা করতে চাই।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফুটবল,বাংলাদেশ ফুটবল,স্প্যানিশ কোচ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close