reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২২

যুব বিশ্বকাপে টাইগারদের ম্যাচ কবে, কোথায় দেখবেন?

ফাইল ছবি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুক্রবার (১৪ জানুয়ারি) থেকে পর্দা উঠছে যুব বিশ্বকাপ ২০২২-এর।

গতবারের চ্যাম্পিয়ন টাইগার যুবারা মাঠে নামবে রবিবার (১৬ জানুয়ারি)। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ সময় সন্ধ্যা মাঠে নামবে রাকিবুল হাসানের দল।

উদ্বোধনী ম্যাচে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল।

গ্রুপ পর্বে প্রতিটি দলই তিনটি করে ম্যাচ খেলবে। ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায়।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ দেখাবে গাজী টেলিভিশন ও র‌্যাবিটাহোল। তৃতীয় ম্যাচটি দেখাবে না তারা। আইসিসি যদিও জানিয়েছে, তাদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করবে।

কোন গ্রুপে কোন দল :

গ্রুপ ‘এ’ বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত

গ্রুপ ‘বি’ ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা

গ্রুপ ‘সি’ আফগানিস্তান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে

গ্রুপ ‘ডি’ অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা

বাংলাদেশের ম্যাচ :

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময়

১৬ জানুয়ারি ইংল্যান্ড ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস সন্ধ্যা সাতটা

২০ জানুয়ারি কানাডা কেনারি স্পোর্টস ক্লাব, সেন্ট কিটস সন্ধ্যা সাতটা

২২ জানুয়ারি আমিরাত ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস সন্ধ্যা সাতটা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুব বিশ্বকাপ,টাইগারদের ম্যাচ,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close