reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২২

আজ পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের

বিশ্বকাপ ট্রফি সামনে রেখে সব দলের অধিনায়করা। ছবি : ইন্টারনেট

আজ থেকে পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২-এর। এবারের আসরটি শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ক্রিকেটের বড় তারকারা বেশির ভাগই এসেছেন এই যুব বিশ্বকাপে পারফর্ম করেই।

এই টুর্নামেন্টকে মনে করা হয় প্রজন্ম গড়ার প্লাটফর্ম। ১৯৮৮ সালে প্রথম আসর বসে যুব বিশ্বকাপের। আইসিসির প্রটোকল মেনে সুরক্ষা বলয়ের মধ্যেই হবে পুরো টুর্নামেন্ট।

প্রথমবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ বাংলাদেশ সময় রাত আটটায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

গতবারের চ্যাম্পিয়ন যুবা টাইগাররা মাঠে নামবে রবিবার (১৬ জানুয়ারি)। প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে অনুষ্ঠিত হবে। রাকিবুল হাসানের নেতৃত্বে শুরু হচ্ছে বাংলাদেশ যুবদলের এবারের বিশ্বকাপ।

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ দল হিসেবে থাকছে ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ,আইসিসি,ওয়েস্ট ইন্ডিজ,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close