reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২২

ইন্দোনেশিয়া সফর বাতিল বাংলাদেশ ফুটবল দলের

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না এ মাসে। কারণ হিসাবে জানা যায়, ফুটবলারদের করোনাভ্যাকসিন দুই ডোজ নেওয়া না থাকায় আগামী সপ্তাহে ইন্দোনেশিয়া সফর বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন। তবে শনিবার (১৫ জানুয়ারি) জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাববেরা দেশে আসছেন। তিনি বলেন, ২৪ ও ২৭ জানুয়ারি আমাদের ইন্দোনেশিয়াতে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। সে বিষয়ে আমরা সকল প্রস্তুতিও গ্রহণ করেছিলাম।

ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে, আমাদের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টকে ডাবল ভ্যাকসিনেশন থাকতে হবে। আমাদের ১৫ জন খেলোয়াড়ের ডাবল ডোজ নেওয়া আছে। সাতজন নিয়েছে একটি ডোজ। আর ছয়জন কোনো ভ্যাকসিন নেয়নি।

ফলে ভ্যাকসিনেশনের জন্য এই সফরটি করা সম্ভব হয়নি। আগামী মার্চে একটি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে আশাবাদী তিনি। আপাতত ইন্দোনেশিয়া সফরটি বাতিল করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাফুফে,ইন্দোনেশিয়া,করোনাভ্যাকসিন,হ্যাভিয়ের ক্যাববেরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close