reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২২

আইপিএল : চীনের ভিভোর বদলে স্পন্সর টাটা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর নতুন স্পন্সর টাটা। সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানান আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তিনি বলেন, এই বছর চীনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএলের স্পন্সর টাটা গ্রুপ।

ভারতে চীনের পণ্য নিয়ে বিরোধিতা শুরু হতে ২০২০ সালে আইপিএলের স্পন্সর থেকে সরে যায় ভিভো। যদিও পরের বছরই ফেরত আসে চীনের এই মোবাইল প্রস্তুতকারী সংস্থা। তবে ২০২২ সালে তাদের বদলে টাটা গ্রুপ আইপিএলের স্পন্সর হতে চলেছে।

দুই বছরের জন্য টাটার সঙ্গে চুক্তি হবে আইপিএলের। তবে কত টাকার বিনিময় সেই চুক্তি হবে, তা এখনো জানা যায়নি। ২০২৩ সালের পর ফের আইপিএলের স্পন্সর পাল্টে যেতে পারে।

এবারের আইপিএল ১০ দলের। আমদাবাদ এবং লখনউ-এর দুটি নতুন দল যোগ দিয়েছে। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম হবে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় যদিও সেই নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন আয়োজকরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইপিএল,স্পন্সর,ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ,টাটা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close