reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২২

মেসিকে প্রতারক ও উসকানিপ্রবণ বললেন ইয়েজি দুদেক

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাকে প্রতারক ও উসকানিপ্রবণ বললেন রিয়ালের সাবেক গোলকিপার ইয়েজি দুদেক। মেসি প্রতারক ও উসকানিপ্রবণ ও রুঢ়। নিজেকে নিয়ে লেখা আত্মজীবনীতে মেসিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে সাবেক এ রিয়াল গোলকিপার।

৪৮ বছর বয়সি সাবেক এই গোলকিপারের ভাষায়, মেসি প্রতারক, উসকানিপ্রবণ ও রূঢ়। তার কটূক্তি থেকে বাদ যায়নি সাবেক বার্সা কোচ পেপ গার্দিওয়ালা। মেসির পাশাপাশি ম্যানসিটির বর্তমান কোচ পেপ গার্দিওয়ালাকে নিয়ে কটূক্তিও রীতিমতো শোরগোল বেঁধে গেছে ফুটবলবিশ্বে।

ইয়েজি দুদেক ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন। সেই ৪ বছরে চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনার তারকা খেলোয়াড় মেসিকে খুব কাছ থেকে দেখেছেন। যদিও সে সময় রিয়াল মাদ্রিদের গোলকিপার ইকার ক্যাসিয়াসের জন্য রিয়ালের হয়ে মাঠে নামার তেমন সুযোগ হতো না দুদেকের। মাঠে নামতে না পারলেও ডাগআউটে বসে খুব কাছ থেকে নিয়মিত মেসির খেলা দেখেছেন।

সে সময়ের অভিজ্ঞতাকে জড়ো করেই মেসিকে নিয়ে এমন বাজে মন্তব্য করলেন পোল্যান্ডের সাবেক এ গোলকিপার।

ইয়েজি দুদেক আত্মজীবনীতে মেসিকে নিয়ে লিখেছেন, ‘মেসি ছিলেন প্রতারক ও উসকানিপ্রবণ, ঠিক বার্সেলোনা ও পেপ গার্দিওলার মতোই। উসকানি দিতে সব সময়ই প্রস্তুত থাকতেন মেসি এবং নিখুঁতভাবে উসকে দেওয়ার কাজটা করতে সক্ষম হতেন। যা জোসে মরিনিও ও তার দলকে আঘাত করেছে।'

দুদেক আরও বলেন, আমি দেখেছি যে পেপে ও সের্হিও রামোসের প্রতি মেসি কত রূঢ় আচরণ করেছেন। তার কাছ থেকে এসব কথা কল্পনাও করা যায় না। অথচ তিনি দেখতে খুব শান্ত ও ভালো মানুষের মতো।’

তথ্যসূত্র: মার্কা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিওনেল মেসি,ইয়েজি দুদেক,বার্সেলোনা,রিয়াল মাদ্রিদে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close