reporterঅনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি, ২০২২

ঐতিহাসিক সিরিজ জয় হলো না, ইনিংসে হার বাংলাদেশের

সুযোগ ছিল ইতিহাস তৈরি করার। প্রথম টেস্ট জিতে যে আশা সমর্থকদের মনে জাগিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা, দ্বিতীয় টেস্টে সব মাঠে মারা গেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে হারতে হলো মুমিনুল হকদের। ফলে ১-১ ব্যবধানে শেষ হলো সিরিজ।

প্রথম ইনিংসে ৩৯৫ রানের বিশাল লিড নিয়েছিল নিউজিল্যান্ড। ফলোঅন করানোর পরে ব্যাট করতে নেমে শতরান করেন লিটন দাস। তাও হার বাঁচানো যায়নি। কারণ লিটন ছাড়া দলের বাকি ব্যাটাররা বড় রান পাননি। বেশ কয়েকজন শুরুটা ভালো করেও উইকেট দিয়ে আসেন। ১০২ রান করে লিটন আউট হতেই কফিনে শেষ পেরেক ঢুকে।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের বোলারদের দাপট দেখা গেল। ৪ উইকেট নিলেন কাইল জেমিসন। নিল ওয়াগনার নিলেন ৩ উইকেট। টিম সাউদির দখলে ১ উইকেট। তবে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ট্রেন্ট বোল্ট দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি।

প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। ব্যাটিং, বোলিং সব বিভাগেই নিউজিল্যান্ডকে টেক্কা দিয়েছিল টাইগাররা। দুই টেস্টের সিরিজ হওয়ায় সিরিজ জয়ের আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। দ্বিতীয় টেস্টে লজ্জার হার ভেঙে দিল সব আশা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,ইনিংস ব্যবধানে হার,ক্রাইস্টচার্চ টেস্ট,নিউজিল্যান্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close