
০৮ ডিসেম্বর, ২০২১
মুশফিক-লিটনের জুটিতে খানিক স্বস্তি
অবিচ্ছিন্ন জুটিতে মুশফিক ও লিটন যোগ করেছেন ৪৭ রান
ইনিংস পরাজয় যখন চোখরাঙানি দিচ্ছে, তখন দলকে খানিক স্বস্তিই এনে দিয়েছেন মুশফিক ও লিটন।
পাকিস্তানের করা ৩০০ রানের জবাবে বাংলাদেশ দল প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৮৭ রানে। ফলে তাদের ফলোঅন করায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরে যান প্রথম চার ব্যাটার। সেখান থেকে মুশফিক-লিটন আর বিপদ ঘটতে দেননি।
ঢাকা টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান। পাকিস্তানের চেয়ে এখনো ১৪১ রানে পিছিয়ে বাংলাদেশ। অর্থাৎ ইনিংস পরাজয় এড়াতে করতে হবে ১৪১ রান। অবিচ্ছিন্ন জুটিতে মুশফিক ও লিটন যোগ করেছেন ৪৭ রান।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন