reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০২১

৬ ওভার ২ বলে শেষ দ্বিতীয় দিনের খেলা

মাত্র ৬ ওভার ২ বল খেলেই শেষ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। বৈরি আবহাওয়ার কারণে গড়ালনা খেলা। যেখানে ব্যাট হাতে ২৭ রান তুলতে পারে পাকিস্তান। থেমে থেমে হওয়া বৃষ্টিতে দিনের খেলা আর শুরু করার মতো অবস্থা না থাকায় বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়।

রবিবার (৫ ডিসেম্বর) হাতে ২ ঘণ্টার মতো সময় বাকি থাকলেও পরিস্থিতি বিবেচনায় বিকেল ৩টার দিকে এই ঘোষণা দেওয়া হয়।

‘বৃষ্টির কারণে খেলা বন্ধ’ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে প্রায় দিনভরই লেখা থাকল। মাঝে দ্বিতীয় সেশনে একবার খেলা শুরু হলেও সেটি স্থায়ী হয় মোটে ৬ ওভার ২ বল। এবার বৃষ্টি শুরু হলে সেটি আর থামেনি।

এদিন অবশ্য খুব সমর্থক খেলা দেখত আসেননি, যারা এসেছিলেন তারা মন খারাপ করে ধরেন বাড়ির পথ। মাঝে বিনোদন যেটুকু মিললো সেটিও সাকিব আল হাসানের কল্যাণে। ম্যাচ স্থগিতাদেশ ঘোষণার আগ মুহূর্তে বৃষ্টির মধ্যে মাঠে নেমে পিচ কাভারের উপর ‘ডাইভ’ দিয়ে যেন ছোটবেলায় ফিরে যেতে চাইলেন এই অলরাউন্ডার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ-পাকিস্তান,ঢাকা টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close