reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০২১

৩৮ রানে ২ উইকেট নেই বাংলাদেশের

ছবি- সংগৃহীত

ব্যাটিংয়ে ছন্দ নেই বাংলাদেশের। আগের দুই ম্যাচের মতই ধুকছে টাইগার শিবির। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দ্বিতীয় ওভারেই উইকেট হারিযেছে স্বাগতিকরা। পাকিস্তানের অভিষেক বলার শাহনেওয়াজের বলে নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৫ রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

এরপর ৮ম ওভারে বাঁহাতি স্পিনার ওসমান কাদিরকে উড়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শামীম পাটোয়ারি। ২৩ বলে ব্যক্তিগত ২২ রানে শামীম যখন ক্রিস ছাড়ে তখন বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান।

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে ক্রিজে আছেন নাঈম শেখ ও আফিফ হোসেন।

প্রথম দুই ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামলেও শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। মোস্তাফিজের বদলে সুযোগ পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে ডানহাতি এই পেসারের।

এছাড়া ওপেনার সাইফ হাসানের বদলে এসেছেন শামীম হোসেন। অন্যদিকে পেসার শরিফুলের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

অন্যদিকে পাকিস্তান চারটি পরিবর্তন এনেছে। অনুমিত ভাবেই নেই শোয়েব মালিক। ছেলের অসুস্থতার কারণে দুবাই চলে যাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে শাহনেওয়াজ দাহানির। এছাড়া ফিরেছেন সরফরাজ আহমেদ, ইফতেখার আহমেদ ও ওসমান কাদির।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
৩৮ রান,উইকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close