reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২১

ইংলিশ বোলিং তোপে বিপদে বাংলাদেশ

নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

ইংলিশ বোলারদের তোপে একে একে সাঝঘরে বাংলাদেশের ৬ জন ব্যাটসম্যান। আফিফের পরে সবশেষ মাহমুদউল্লাহ রিয়াদ ও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। ২৪ বলে ১৯ রান করেন অধিনায়ক।

আফিফ ফিলরেছেন রান আউট থেকে। এর আগে রিভার্স সুইপের চেষ্টা করে ফিরেছেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়ে স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। ফেরার আগে ৩০ বলে ২৯ রান করেন মুশফিক। এর মধ্যে ছিল ৩টি চারের মার।

লিটন ও নাঈমের পর দ্রুত ফিরে গেলেন সাকিব আল হাসান। বিদায়ের আগে ৭ বলে মাত্র ৪ রান করেছেন তিনি।

শুরুতেই আউট হয়ে গেছেন লিটন দাস। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে মঈন আলীর বলে মাত্র ৯ রান করে ফিরে গেছেন।

৮ বলে ৯ রান করা লিটন তুলে মারতে গিয়ে লিয়াম লিভিংস্টোনের ক্যাচে মাঠ ছাড়েন। পরের বলেই ক্রিস ওকসকে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বকাপ,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close