reporterঅনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর, ২০২১

মাশরাফি বললেন 'দিন শেষে দলটা আমাদেরই'

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু করল বাংলাদেশ। রবিবার (২৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। এই পরিস্থিতি হতাশ না হয়ে ধৈর্য ধরতে বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ, বাংলাদেশ ‘

টসে হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ ১৭১ রান তুলেছিল। তবে বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতায় হেরে গেছে বাংলাদেশ। নাসুম আহমেদ ২ উইকেট নিলেও ২ দশমিক ৫ ওভারে রান দিয়েছেন ২৯। সাইফউদ্দিন ৩ ওভারে দিয়েছেন ৩৮ রান। মাহমুদ উল্লাহ ২ ওভারে দিয়েছেন ২১। আফিফ হোসেন ১ ওভারেই দিয়েছেন ১৫ রান। ব্যতিক্রম ছিলেন সাকিব, ৩ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। আফ্রিদিকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারিও হয়েছেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়,টি-টোয়েন্টি বিশ্বকাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close