রাজিবুল ইসলাম

  ১৯ অক্টোবর, ২০২১

আজ ওমান পরীক্ষা বাংলাদেশের

বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ। আসরে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। স্কটল্যান্ডের কাছে হারের দুঃস্বপ্ন আজ স্বাগতিক ওমানের বিপক্ষে জিতে দূর করতে চায় টাইগাররা। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বিশ্বকাপ শুরু আগে কত স্বপ্নইনা বুনেছিল বাংলাদেশ। ওমানে যাওয়ার আগে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতে এই টুর্নামেন্টে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু গিয়ে প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচশেষে তাই সবাই স্বাভাবিকভাবেই হতাশ। ব্যতিক্রম নন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

তিনি বলেছেন, ‘অবশ্যই আমি হতাশ। এই মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায়ও নেই। যেটা বারবারই বলা লাগছে ব্যাটিংটাই আমাদের মূল চিন্তার বিষয়। আমাদের ভালো ব্যাটিং করতে হবে।’

ম্যাচ হারলেও শুরুতে স্কটল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ। ৫৩ রানেই তাদের ছয় উইকেট তুলে নিয়েছিলেন বোলাররা। কিন্তু সেখান থেকে শেষের দিকের ব্যাটসম্যানদের নৈপুণ্যে ১৪০ রান তুলে স্কটিশরা। এতে অবশ্য বাংলাদেশের বোলারদের দায় দেখছেন না রিয়াদ।

তিনি বলেন, ‘আসলে এখানে বোলারদের দোষ দেওয়াটা ঠিক হবে না। পেসাররা প্রথম পাওয়ার প্লেতে বেশ ভালো স্পেল করেছিল। স্পিনাররা মাঝে দিয়ে বেশ ভালো করেছিল। মাহেদী ভালো বোলিং করেছে, উইকেট বের করে দিয়েছে। সাকিব ভালো বোলিং করেছে। ডেথ ওভারে আমরা আরো ভালো করতে পারতাম। কিন্তু ব্যাটিংটা আমাদের খুবই বাজে ছিল।’ ভুলগুলো শুধরানোর বার্তাও দিলেন রিয়াদ, ‘আমরা এখন যদি এই জিনিসগুলো খেয়াল না করি, আগামী ম্যাচগুলোতে একই ভুলগুলো করি, তাহলে সামনের ম্যাচগুলোতেও ভালো কিছু হবে না খুব সম্ভবত।’

ম্যাচশেষে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভেসেছেন স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার। তিনি বলছেন, বাংলাদেশের বিপক্ষে সামর্থ্যরে পুরোটা দিতে পারেননি তারা। কোয়েটজার বলেন, ‘বাংলাদেশকে হারাতে হলে দুর্দান্ত খেলতে হবে এটা আমাদের জানা ছিল। নিশ্চিতভাবেই তাদের বিপক্ষে আমরা সামর্থ্যরে পুরোটা দিয়ে খেলতে পারিনি। আমাদের দলের সবাই একে অপরকে সাহায্য করেছে, এটা গুরুত্বপূর্ণ। আমার দলের পারফরম্যান্সে খুব খুশি।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই বাংলাদেশি বোলারদের কৃতিত্ব প্রাপ্য। তারা ভালো বোলিং করেছে। বেশ চাপে রেখেছিল আমাদের। কিন্তু টি-টোয়েন্টি এমন একটা খেলা, কোনো দলকেই বাদ দিয়ে দিতে পারবেন না। আমাদের ব্যাটিং গভীরতার ওপর আমরা ভরসা রেখেছিলাম। আমাদের বিশ্বাস ছিল আমরা পরে রান তুলতে পারব।’

নিজেদের বোলিং নিয়ে স্কটল্যান্ড অধিনায়ক বলেন, ‘মাঠে প্রচুর শিশির ছিল, কাজটা একটু কঠিন হয়ে গেছে এজন্য। আমাদের ফিল্ডাররা দুর্দান্ত ফিল্ডিং করেছে। তাদের বড় কৃতিত্ব দিতে হবে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা দেখিয়ে দিল আমরা যেকোনো অবস্থা থেকে ম্যাচ জিততে পারি। প্রথম ইনিংসের পর আমি এটাই বলেছি যে, এখন দেখাতে হবে আমরা যেকোনো জায়গা থেকে জিততে পারি।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বকাপ,বাংলাদেশ,খেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close