reporterঅনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। তিনিই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক।

রবিবার (১৭ অক্টোবর) রাতে বোলিং করতে নেমে ইনিংসের ১১তম ও নিজের দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন অলরাউন্ডার সাকিব। যার সুবাদে তার উইকেট বেড়ে হয়েছে ১০৮ এবং ছাড়িয়ে গেছেন ১০৭ উইকেটের মালিক লাসিথ মালিঙ্গাকে।

সাকিব-মালিঙ্গা ছাড়া আর কেউই কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট শিকার করতে পারেননি। তবে খুব কাছেই রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তিনি ৫১ ইনিংসে নিয়েছেন ৯৫টি উইকেট।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট যাদের

সাকিব আল হাসান (বাংলাদেশ) ৮৮ ইনিংসে ১০৮ উইকেট, সেরা বোলিং ৫/২০

লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ৮৩ ইনিংসে ১০৭ উইকেট, সেরা বোলিং ৫/৬

টিম সাউদি (নিউজিল্যান্ড) ৮১ ইনিংসে ৯৯ উইকেট, সেরা বোলিং ৫/১৮

শহিদ আফ্রিদি (পাকিস্তান) ৯৭ ইনিংসে ৯৮ উইকেট, সেরা বোলিং ৪/১১

রশিদ খান (আফগানিস্তান) ৫১ ইনিংসে ৯৫ উইকেট, সেরা বোলিং ৩/৫

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টি-টোয়েন্টি,সর্বোচ্চ উইকেট শিকারি,সাকিব আল হাসান,রেকর্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close