reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২১

জয়ের দেখা পেল বার্সেলোনা

লেভেন্তেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। গোলের পর আনসু ফাতির উচ্ছ্বাস

স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচে জয়ের দেখা পায়নি বার্সেলোনা। তাই ঘরের মাটিতে লেভেন্তের বিপক্ষে জেতার লক্ষ্যেই মাঠে নামে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি। আর শুরুর পঞ্চম মিনিটেই মাথায় গোল পেয়ে বসে স্বাগতিকরা। স্পট কিক থেকে সফল গোলটি করেন মেম্পিস ডিপাই।

বার্সেলোনা প্রতিপক্ষের ডি-বক্সে আক্রমণ ধরে রেখে প্রথমার্ধের ১৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। এ সময় দলীয় ডিফেন্ডার সার্জিনহো ডেস্টের দেওয়া পাশে লেভেন্তের জালে বল পাঠান ডি ইয়ং। এরপর প্রথমার্ধে আর কেনো গোল না হলে ২-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের খেলায় আরো গতি বাড়ায় কোমানের শিষ্যরা। অন্যদিকে বার্সার আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকে লেভেন্তে। তবে একের পর এক আক্রমণের পরও তৃতীয় গোলের দেখা পাচ্ছিল না বার্সা। এভাবে কেটে যায় ম্যাচের নির্ধারিত ৮০ মিনিট।

উদীয়মান তারকা ফুটবলার আনসু ফাতি পরের মিনিটেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। লিওনেল মেসি পিএসজিতে যাওয়ার পর এ প্রথম ১০ নম্বর জার্সি পড়ে বার্সার হয়ে কেউ খেলতে নামলেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোলের দেখাও পান তিনি। আর ৩-০ গোল ব্যবধানে ম্যাচটি জিতে নেয় বার্সেলোনা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বার্সেলোনা,আনসু ফাতি,স্প্যানিশ লা লিগা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close