reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০২১

চ্যাম্পিয়ন্স লিগে মেসির রেকর্ড

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগার বিপক্ষে নিজের ১৫০তম ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে অভিষেক হলেও মেসির জন্য তা খুব একটা সুখকর হয়নি। ক্লাব ব্রুগার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। দল ড্র করলেও এই ম্যাচেই দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন মেসি।

বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিলেন মেসি। তার নেওয়া একটি শট লেগেছিল ক্রসবারেও। পিএসজির হয়ে গোল পাওয়া হয়নি মেসির।

বিশ্বের মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে এমন দেখিয়েছেন মেসি। বার্সেলোনার হয়ে ১৪৯ টি ও পিএসজির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলেছেন তিনি।

তবে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে সবার ওপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও ক্যাসিয়াস। দুজনেই খেলেছেন ১৭৭টি করে ম্যাচ। মেসির এক সময়ের সতীর্থ জাভি খেলেছেন ১৫১ ম্যাচ।

পিডিএসও/ফাতিমা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চ্যাম্পিয়ন্স লিগ,লিওনেল মেসি,রেকর্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close