reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০২১

পদ্মার পারে হবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মার পারে নির্মাণ হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। এক সপ্তাহের মধ্যে স্টেডিয়ামের ফিজিবিলিটি স্টাডির ওয়ার্ক পারমিটের টেন্ডার দেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে খুব শিগগির এখানে দৃষ্টিনন্দন ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হবে।

শনিবার সন্ধ্যায় পাটুরিয়া ঘাটের পদ্মার পারে সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি জাকিয়া তাবাসসুম, ক্রীড়া পরিষদ সচিব মো. মাসুদ করিম, মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজম, শিবালয়ের ইউএনও জেসমিন সুলতানা এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদ্মার পার,আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close