reporterঅনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট, ২০২১

আজ অজিদের সামনে নামবে নতুন বাংলাদেশ

ফাইল ছবি

টেস্ট-ওয়ান ডে এই দুই ভার্সনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইগারদের জয় থাকলেও টি-টোয়েন্টিতে তা ছিল অধরা। অবশেষে সেই সোনার হরিণটিও বাংলাদেশ দলের হাতে ধরা দিলো গতকাল মিরপুর স্টেডিয়ামে।

এদিন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩১ রান করেও ২৩ রানের জয় পেলেও ব্যাটিংটা ছিল যাচ্ছেতাই। এ নিয়ে দলের ভেতরে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেই দুর্দশা কাটিয়ে অসিদের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আজ বাটিংয়ে বাড়তি মনোযোগ দেবে বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও টি-স্পোর্টসে।

চার বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মিরপুরে স্পিনারদের দাপটেই টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেই নজির থেকেই এবারও স্পিন উইকেট বানানো হয়। আর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই সেই উইকেটের দারুণ ব্যবহার করেছেন স্পিনাররা।

দ্বিতীয় ম্যাচে প্রথম বল থেকেই অজিদের চেপে ধরতে চান বলে জানিয়ে দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আমাদের পা মাটিতেই আছে। আমরা কেবল জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ-অস্ট্রেলিয়া,টি-টোয়েন্টি সিরিজ,ব্যাংটিংয়ে মনোযোগ,মাহমুদুল্লাহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close