reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিকের স্বর্ণজয়ে শীর্ষে চীন

ফাইল ছবি

টোকিও ২০২০ অলিম্পিকের সপ্তমদিন ১৯টি স্বর্ণসহ ৪০ পদক জিতে আবারও শীর্ষস্থান দখল করেছে চীন। তাদের ঝুলিতে ১০টি রুপা ও ১১টি ব্রোঞ্জ।

দ্বিতীয় স্থানে থাকা স্বাগতিক জাপান শুক্রবার পর্যন্ত ২৮টি পদক জিতেছে। এর মধ্যে ১৭টি সোনা। বাকি ১১টির মধ্যে চারটি রুপা ও সাতটি ব্রোঞ্জ। ১৪টি স্বর্ণসহ ৪১ পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাকি ২৭টি পদকের মধ্যে ১৬টি রুপা ও ১১টি ব্রোঞ্জ জিতেছে তারা।

বিশ্ব চ্যাম্পিয়ন পোল ভোল্টার করোনা আক্রান্ত : দুবারের বিশ্ব পোল ভোল্ট চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস ছিটকে পড়েছেন টোকিও অলিম্পিক থেকে। তিনি করোনায় আক্রান্ত। এই খবর ছড়িয়ে পড়ার পর আর্জেন্টাইন পোল ভোল্টার জারমান চিয়ারাভিগলিও জানান, তিনিও করোনা পজিটিভ। গেমসে অংশ নেবেন না।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টোকিও ২০২০,অলিম্পিক,১৯টি স্বর্ণ,চীন,জাপান,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close