reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মে, ২০২১

সাকিব-মুস্তাফিজ দেশে ফিরে কোয়ারেন্টাইনে

করোনার কারণে আইপিএল স্থগিত হওয়ায় দেশে ফিরেছেন অল রাউন্ডার সাকিব আল হাসান ও 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমান।

দেশে ফিরেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকছেন তারা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারা।

মঙ্গলবার আইপিএল স্থগিত হয়। এরপর অনেক বিদেশি ক্রিকেটারদের মতো সাকিব-মুস্তাফিজের দেশে ফেরা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারা। দু'জনই ভারতের আহমেদাবাদ থেকে দেশে আসেন।

এবারের আইপিএলে সাকিব কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজ রাজস্থান রয়্যালসে খেলেন। দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইটের ভাড়া ওই দুই ক্লাব যৌথভাবে বহন করবে বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় সাকিব-মুস্তাফিজের দেশে ফেরার কথা নিশ্চিত করেছে নাইটরাইডার্স।

সামনে শ্রীলঙ্কা সিরিজ থাকায় তাদের বিশেষ ব্যবস্থায় ফেরানোর পাশাপাশি কোয়ারেন্টাইন শিথিলের অনুরোধ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোনো ছাড় নয়, সাকিব-মুস্তাফিজকে ১৪ দিনের কোয়ারেন্টাইনই শেষ করতে হবে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোয়ারেন্টাইন,সাকিব,মুস্তাফিজ,খেলা,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close