reporterঅনলাইন ডেস্ক
  ০৪ মে, ২০২১

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরল টাইগাররা

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার বিকেল ৩টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন মুমিনুলবাহিনী।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেও দলের ক্রিকেটাররা এখনই বাসায় ফিরতে পারবেন না। করোনার কারণে সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেককেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিসিবি নির্ধারিত হোটেলে সবাই কোয়ারেন্টাইনে থাকবেন।

এর আগে সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। যাওয়ার সময়েও চার্টার্ড ফ্লাইটে করে ঢাকা থেকে কলম্বোয় গিয়েছিল টাইগাররা।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্টে ব্যাটসম্যানদের দাপটে শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি টিম টাইগার্স। ২০৯ রানের বড় ব্যবধানে হেরে সফর শেষ হয় বাংলাদেশের।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাইগাররা,শ্রীলঙ্কা,ক্রিকেট,খেলা,কোয়ারেন্টাইন,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close