reporterঅনলাইন ডেস্ক
  ০৪ মে, ২০২১

আরও ২ দলে করোনার হানা, আইপিএল কী চলবে?

কলকাতা নাইট রাইডার্স দলের দুই ক্রিকেটারের করোনা পজেটিভ আসায় আইপিএলের সোমবারের ম্যাচটি স্থগিত করা হয়। এবার কলকাতার পর আরও দুদলে করোনার হানা। কিন্তু এরপরও বন্ধ হচ্ছে না আইপিএলের খেলা। ফ্রাঞ্চাইজিগুলো আইপিএল চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।

সর্বপ্রথম করোনা আক্রান্ত হন কলকাতার দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ভারিয়ের। এ দুজনসহ তাদের সান্নিধ্যে আসা সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। এর করোনা পজেটিভ আসে চেন্নাই সুপার কিংসের তিন সদসস্যের। পাশাপাশি নিজ নিজ কক্ষে আইসোলেশনে থাকতে বলা হয়েছে দিল্লি ক্যাপিট্যালসের খেলোয়াড়দের।


আরও পড়ুন : আইপিএল ছেড়ে ফিরতে হচ্ছে সাকিব-মোস্তাফিজকে


এমতাবস্থায় আইপিএল চলবে নাকি বন্ধ করে দেয়া হবে—সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। আপাতত সে চিন্তা নেই আইপিএল আয়োজকদের। তারা বরং ঝুঁকি কমানোর জন্য এক শহরেই আইপিএলের বাকিসব ম্যাচ আয়োজনের কথা ভাবছেন। সবকিছু পরিকল্পনা মোতাবেক এগুলে, আগামী রোববার থেকে আইপিএলের একমাত্র আয়োজক শহর থাকবে মুম্বাই।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইপিএল,করোনা পজেটিভ,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close