reporterঅনলাইন ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি, ২০২১

ম্যানসিটির জয়রথ চলছেই

নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় ওয়েস্টহামকে ২-১ গোলে হারায় ম্যানসিটি। রুবেন ডিয়াসের গোলে ম্যানসিটি প্রথমেই এগিয়ে যায়। তবে বিরতির ২ মিনিট আগে মিশেল অ্যান্টোনিওর গোলে সমতা নিয়ে আসে ওয়েস্টহাম।

১-১ সমতায় বিরতি থেকে ফিরে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে মেতে উঠে। ৬৮ মিনিটে জন স্টোন্সের গোলে আবার এগিয়ে যায় ম্যানসিটি। প্রথম গোল শোধ করলেও দ্বিতীয় গোল শোধ করতে পারেনি ওয়েস্টহাম। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

এই জয়ের মধ্য দিয়ে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে সিটিজেনসরা। ২৫ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে গোল ব্যবধানে পিছিয়ে থেকে সমান ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেস্টার সিটি। ২৬ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ওয়েস্টহাম। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের অবস্থান নড়বড়ে। দলটি ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ অবস্থানে আছে।

এই জয়সহ সব ধরনের প্রতিযোগিতায় টানা ২০ ম্যাচে জয় তুলে নিলো ম্যানসিটি। ইপিএলের ম্যাচ বাকি আছে ১২টি। বড় কোনো অঘটন কিংবা হারের বৃত্তে না ঘুরলে ট্রফি যাবে সিটিজেনসদের শো কেসেই।

পিডিএসও/ মোশারফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close