reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২১

শেষ ম্যাচে বাংলাদেশ : একাদশে দুই পরিবর্তন

এক ম্যাচ হাতে রেখেই সিরিজের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শেষ ম্যাচ নিয়ম রক্ষার বলা হলেও গুরুত্ব কমেনি একটুও।

আইসিসি ওয়ানডে সুপার লিগের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই মূল্যবান ১০ পয়েন্ট হারাতে চাইবে না টাইগাররা।

সোমবার সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট নিতে মাঠে নেমেছে তামিম বাহিনী।

ইতিমধ্যে টস হয়ে গেছে। আজও ভাগ্য তামিমের পক্ষে যায়নি। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

এ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন এ সিরিজ দিয়ে অভিষেক ঘটা হাসান মাহমুদ। তার বদলে আজ মাঠে নামবেন পেসার তাসকিন আহমেদ।

চোট সেরে একাদশে ঠাঁই পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

এ দুই বদলি ছাড়া গত দুই ম্যাচের একাদশে আর কোনো পরিবর্তন আনা হয়নি।

রোববার টাইগার অধিনায়ক তামিম ইকবাল একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। অধিনায়ক বলেছিলেন, ‘আমাদের সামান্য কিছু পরিবর্তন আসতে পারে।’

শেষ ওয়ানডেতে বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,শেষ ম্যাচ,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close