রাজিবুল ইসলাম, কুমিল্লা থেকে

  ২৩ জানুয়ারি, ২০২১

তিল ধারণের ঠাঁই ছিল না কুমিল্লা স্টেডিয়ামে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস এবং ব্রাদার্স ইউনিয়নের ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

শনিবার বিকাল ৩টায় শুরু হওয়া ম্যাচে মাঠের উত্তর দিকে বসুন্ধরা কিংস গ্যালারি এবং দক্ষিণ পাশে ব্রাদার্স ইউনিয়নের গ্যালারিতে ফাঁকা ছিলোনা একটা সিটও। পাঁচ হাজারেরও বেশি দর্শক মাঠে আসে খেলা উপভোগ করতে।

আর এই ম্যাচ দেখার জন্যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ফুটবলপ্রেমী জড়ো হন মাঠে।

দুপুর থেকেই স্থানীয় দর্শকরা স্টেডিয়ামে ভিড় করতে শুরু করেন। বেশিরভাগ দর্শকই এসেছিলেন তাদের প্রিয় দলকে সাপোর্ট করার জন্য।

চারদিকে বাঁশির শব্দে মুখরিত ছিলো স্টেডিয়ামের গ্যালারি। খেলা দেখতে আসা দর্শকদের অনেকেই বললেন, কুমিল্লার মাটিতে এমন খেলা হওয়াতে খুবই রোমাঞ্চিত তারা। এমন ম্যাচ বারবার দেখতে চান তারা। বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখাছেন এসব ফুটবলপ্রেমীরা।

শরিফুল ইসলাম নামের এক দর্শক প্রতিদিনের সংবাদকে বলেন, করোনার কারণে খেলা দেখতে পারিনি এতদিন। প্রায় এক বছর পরে মাঠে খেলা দেখছি। মাঠে এসে আমি খুবি ভালো বোধ করছি।

কাওসার আহমেদ নামের আরেকজন দর্শক প্রতিদিনের সংবাদকে বলেন, নিজের এলাকায় এমন ফুটবল ম্যাচ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে আমাদের। আমরা আরো বেশি বেশি ম্যাচ মাঠে এসে দেখতে চাই। ফুটবল আমাদের হৃদয়ে তাই তরুণরা খেলাকেই আপন করে রাখতে চায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লা স্টেডিয়াম,বাংলাদেশ প্রিমিয়ার লিগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close