reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০২১

একের পর এক উইকেট পড়ছে উইন্ডিজের

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। মিরাজ-মুস্তাফিজ-সাকিবদের বোলিংয়ে ৪১ রানেই হারিয়েছে ৫ উইকেট।

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন মুস্তাফিজ। দলীয় পঞ্চম ওভারের পঞ্চম বলেই ক্যারিবীয় ওপেনার সুনীল অ্যামব্রিসকে (৬) ফিরিয়েছিলেন কাটার মাস্টার। এরপর একই ওভারে কিওর্ন অটলি (২৪) ও জশুয়া দা সিলভাকে (৫) ফেরান মেহেদি হাসান মিরাজ।

১৫তম ওভারে আক্রমণে এসেই আন্দ্রে ম্যাকার্টিকে (৩) বোল্ড করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর রান আউট হয়ে সাজঘরে ফেরেন কাইল মেয়ার্স।

প্রতিবেন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৮ ওভারে ৫ উইকেটে ৪২ রান। জেসন মোহাম্মদ ২ ও বনার ১ রানে ব্যাট করছেন।

বুধবার প্রথম ওয়ানতে ৬ উইকেটে জয় লাভ করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। আজকের ম্যাচে জিতলেই সিরিজি জয় নিশ্চিত হয়ে যাবে তামিমবাহিনীর। ওয়ানডে সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টেও খেলবে ক্যারিবীয়রা।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উইন্ডিজ,উইকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close