reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০২১

প্রত্যাশিত জয়ে সিরিজ শুরু তামিমদের

প্রত্যাশিত জয় দিয়েই সিরিজি শুরু করল তামিম ইকবালের দল। এদিন ফেরার ম্যাচ রাঙিয়ে রাখলেন সাকিব আল হাসান। দারুণ বোলিংয়ে নিলেন ৪ উইকেট। অভিষেকে ৩ উইকেট পেলেন হাসান মাহমুদ। বোলারদের দাপটে ছোট লক্ষ্য পায় বাংলাদেশ। ছোট পুঁজি নিয়েও দারুণ লড়াই করল ওয়েস্ট ইন্ডিজ।

প্রতিপক্ষকে মাত্র ১২২ রানে থামিয়ে মূল কাজটা সেরে রেখেছিলেন বোলাররা। এরপরও জয় এলো না সহজে। হারাতে হলো প্রথম চার ব্যাটসম্যানকে, খেলতে হলো ৩৩.৫ ওভার।

মহামারিকালে ১০ মাস খেলার বাইরে ছিল বাংলাদেশ। ফেরার ম্যাচে জিতল ৬ উইকেটে। আইসিসি ওয়ানডে লিগে করল শুভসূচনা।

স্বাগতিকদের বোলিং যতটা ভালো হয়েছে, ব্যাটিং ততটাই বিবর্ণ। ছোট লক্ষ্য ছিল, তাই সমস্যা হয়নি। খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের এমন ব্যাটিংয়ে ভাবনার যথেষ্ট খোরাক আছে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩২.২ ওভারে ১২২ (আমব্রিস ৭, যশুয়া ৯, ম্যাককার্থি ১২, মোহাম্মেদ ১৭, মেয়ার্স ৪০, বনার ০, পাওয়েল ২৮, রিফার ০, জোসেফ ৪, আকিল ১, হোল্ডার ০*; রুবেল ৬-০-৩৪-০, মুস্তাফিজ ৬-০-২০-২, হাসান ৬-১-২৮-৩, সাকিব ৭.২-২-৮-৪, মিরাজ ৭-১-২৯-১)

বাংলাদেশ: ৩৩.৫ ওভারে ১২৫/৪ (লিটন ১৪, তামিম ৪৪, শান্ত ১, সাকিব ১৯, মুশফিক ১৯*, মাহমুদউল্লাহ ৯*; জোসেফ ৮-৩-১৭-০, হোল্ডার ৩-০-২৬-০, আকিল ১০-১-২৬-৩, মোহাম্মেদ ৮-০-১৯-১, ম্যাককার্থি ২-০-১০-০, বনার ২.৫-০-১৫-০)

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ-উইন্ডিজ,জয়,তামিম ইকবাল,সাকিব আল হাসান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close