reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০২১

হাসান মাহমুদের অভিষেক

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

৩১৩ দিন পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।

ক্যারিবীয়দের ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদের সঙ্গে টস করতে নেমে জিতলেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। টস জিতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হাসান ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ : জেসন মোহাম্মদ, সুনীল অ্যাম্ব্রিস, এনক্রুমা বোনার, জশুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আলজারি জোসেফ, আন্দ্রে ম্যাকক্যার্থি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার।

বাংলাদেশের এক, ওয়েস্ট ইন্ডিজের ছয় ক্রিকেটারের অভিষেক

বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্যাপ পেলেন হাসান মাহমুদ। ডানহাতি পেসারের ওয়ানডে অভিষেক হলো আজ। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে নতুন দল নিয়ে আসা ওয়েস্ট ইন্ডিজ দলে একাধিক অভিষেক হবে তা আগেই জানা ছিল। ম্যাচে ছয়জন পেয়েছেন ওয়ানডে ক্যাপ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ,টস,তামিম ইকবাল,অভিষেক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close