reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০২১

অস্ট্রেলিয়াকে মাটিতে নামাল ভারত

রোমাঞ্চ-উত্তেজনার স্রোতে ভেসে ভারত জয় করল ব্রিসবেন দুর্গ। ব্রিসবেন হলো অস্ট্রেলিয়ার দুর্গ। ৩২ বছর ধরে ব্রিসবেনে অপরাজিত অস্ট্রেলিয়া। শেষবার হেরেছিল ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর কোনো দলকে তারা গোনায় ধরে না। উড়তে থাকা সেই অস্ট্রেলিয়াক মঙ্গলবার মাটিতে নামাল ভারত।

সেটাও রেকর্ড গড়ে। গ্যাবায় চতুর্থ ইনিংসে সব চেয়ে বেশি রান করে জিতেছিল অস্ট্রেলিয়াই। ১৯৫১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটে ২৩৬ রান তুলে জিতেছিল তারা। পরিসংখ্যান বোঝাচ্ছে, ভারতের কাজটা কত কঠিন ছিল। ভারতের লক্ষ্য ছিল ৩২৮ রান। পঞ্চম দিনের পড়ন্ত বিকালে ১৮ বল আগে ৩ উইকেট হাতে রেখে ব্রিসবেন বন্দরে নোঙর ফেলে ভারত।

৮৯ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিশাভ পান্ত। এছাড়া ৯১ রানের নজরকাড়া ইনিংস খেলেছেন শুভমান গিল। পূজারার ব্যাট থেকে আসে ৫৬ রান।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩৬৯ ভারত ১ম ইনিংস : ৩৩৬

অস্ট্রেলিয়া ২য় ইনিংস : (আগের দিন ২১/০) ৭৫.৫ ওভারে ২৯৪ (হ্যারিস ৩৮, ওয়ার্নার ৪৮, লাবুশেন ২৫, স্মিথ ৫৫, ওয়েড ০, গ্রিন ৩৭, পেইন ২৭, কামিন্স ২৮*, স্টার্ক ১, লায়ন ১৩, হেইজেলউড ৯; সিরাজ ১৯.৫-৫-৭৩-৫, নাটরাজন ১৪-৪-৪১-০, সুন্দর ১৮-১-৮০-১, শার্দুল ১৯-২-৬১-৪, সাইনি ৫-১-৩২-০)

ভারত ২য় ইনিংস : (লক্ষ্য ৩২৮) রোহিত শর্মা ৭, শুভমান গিল ৯১, পন্থ ৮৯, পূজারা ৫৬, রাহানে ২৪, ওয়াশিংটন সুন্দর ২২, কমিন্স ৫৬/৪

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রিসবেন,ভারত ও অস্ট্রেলিয়া,টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close