reporterঅনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর, ২০২০

ইংল্যান্ড এমন ঘটনা দেখল ৫৭ বছর পর

ওয়েম্বলিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নতুন চেহারার দল নিয়েই বেলবিহীন ওয়েলসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে লুইনের পাশাপাশি একটি করে গোল করেন কনর বোডি ও ড্যানিইঙ্গস।

এই তিনজনই জাতীয় দলের হয়ে প্রথম গোল করার স্বাদ পেলেন। ৫৭ বছর পর ইংল্যান্ডের জার্সিতে একই ম্যাচে তিনজনের আন্তর্জাতিক ফুটবলে গোল করলেন লুইন, কনর বোডি ও ড্যানিইঙ্গস।

এভারটনের হয়ে মৌসুমের প্রথম ছয় ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ নয় গোল করার পুরস্কার হিসেবে এই প্রথম জাতীয় দলে সুযোগ পান ডমিনিক ক্যালভার্ট-লুইন। ইংল্যান্ডের জার্সিতে অভিষেকটা তিনি স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক গোলে।

বৃহস্পতিবার আরেক প্রীতি ম্যাচে আইভরি কোস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম। একই দিন ২০২১ ইউরো বাছাই প্লে-অফের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আয়ারল্যান্ড, নরওয়ে, বসনিয়া, বুলগেরিয়া, বেলারুশ, রুমানিয়া, ইসরাইল ও কসোভো।

ফাইনালে উঠেছে আইসল্যান্ড, জর্জিয়া, স্কটল্যান্ড, মেসিডোনিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, উত্তর আয়ারল্যান্ড ও হাঙ্গেরি।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইংল্যান্ড,ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close