reporterঅনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর, ২০২০

কেন আইপিএলে নামতে পারলেন না গেইল

শুক্রবার সানরাইজ হায়দরাবাদের কাছে ৫৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে কিংস ইলেভেন পাঞ্জাব। সানরাইজার্সের রশিদ খানের ঘূর্ণিতে ক্যারিবীয় ব্যাটসম্যান নিকোলাস পুরান ছাড়া আর সবাই ব্যর্থ হয়েছেন।

এ সময় দলটির আরেক ক্যারিবীয় জায়ান্ট ক্রিস গেইলের অভাব অনুভব করেছেন সমর্থকরা।

প্রশ্ন উঠেছে– একের পর এক ম্যাচ হারতে হারতে পয়েন্ট টেবিলের তলানিতে পৌঁছে যাওয়া পাঞ্জাবের অন্যতম সেরা তারকা ক্রিস গেইলকে কেন মাঠে নামানো হচ্ছে না!

নিজ দলের টানা চার ম্যাচ হার দর্শকদের মতোই বসে বসে দেখে গেছেন টি-টোয়েন্টিতে প্রায় সাড়ে ৪ হাজার রানের মালিক।

হায়দরাবাদের বিপক্ষেই নামানোর কথা ছিল গেইলকে। কিন্তু মাঠে তাকে না দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই।

ম্যাচ চলাকালীন গেইলকে না খেলানোর বিষয়টি পরিষ্কার করেছেন পাঞ্জাবের হেড কোচ অনিল কুম্বলে।

মূলত খাদ্যে বিষক্রিয়ার কারণেই নাকি তাকে মাঠে নামানো হয়নি বলে জানিয়েছেন পাঞ্জাব কোচ।

হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ চলাকালীন ব্রডকাস্টারদের দেয়া সাক্ষাৎকারে কুম্বলে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমরা গেইলকে খেলাতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সে অসুস্থ হয়ে পড়ে। গত কয়েক দিন ধরে ফুড পয়োজনিংয়ের কারণে বেশ দুর্বল বোধ করছে গেইল। তাই তাকে নিতে পারছি না আমরা।’

তবে কুম্বলের বলা এমন অদ্ভুত কারণে সন্তুষ্ট হননি সমর্থকদের অনেকেই।

বিশ্লেষকদের মতে, ম্যাক্সওয়েলের বদলে গেইলকে এর আগের ম্যাচেই নিতে পারত। এখনও পর্যন্ত ছয় ম্যাচে মাত্র ৪৮ রান করতে পেরেছেন ম্যাক্সওয়েল। সূত্র: হিন্দুস্তান টাইমস

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গেইল,আইপিএল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close