ক্রীড়া প্রতিবেদক

  ২৯ সেপ্টেম্বর, ২০২০

টি২০ টুর্নামেন্ট দিয়ে ফিরছে ঘরোয়া ক্রিকেট

শ্রীলঙ্কা সফর স্থগিত করা হলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল ক্যাম্প চলবে আরো ১৫ দিন। ক্যাম্প শেষে যত বেশি সম্ভব ক্রিকেটার নিয়ে আয়োজন করা হবে একটি টি২০ টুর্নামেন্ট। এরপর চেষ্টা করা হবে ঢাকা প্রিমিয়ার লিগসহ অন্যান্য লিগ আয়োজনের। করোনা নির্বাসনের পর এভাবেই দেশে ক্রিকেট ফেরানোর এই পরিকল্পনা সাজিয়েছে বিসিবি।

জাতীয় ক্রিকেটারদের ক্যাম্পে পরশু থেকে চলছে তিন দিনের বিরতি। অনুশীলন আবার শুরুর পর নিজেদের মধ্যে দুটি দুই দিনের ও একটি তিন দিনের ম্যাচ খেলবে ক্রিকেটাররা। এই সময়েই দেশে ঘরোয়া ক্রিকেট ফেরানোর সব আয়োজন সম্পন্ন করা হবে বলে গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘করোনা পরিস্থিতি আমাদের এখানে এখনো ভালো হয়নি। তাই চাইলেই সব শুরু করা যাবে না। তবে আমরা খেলা শুরু করব। ক্যাম্প চলবে আরো ১৫ দিন। এরপরই আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করব। ঘরোয়া ক্রিকেটের দুটি ভাগ আছে। প্রথমে আমরা চিন্তা করছি যত বেশি ক্রিকেটারকে রাখা যায়, তত ভালো। ওদেরকে নিয়ে যদি একটা টুর্নামেন্ট করতে পারি সেটা করপোরেট লিগ হতে পারে বা বিসিবির দল অথবা যেকোনো কিছু। আবার চিন্তা করছি আমাদের জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দল ও এইচপি দল ওদের নিয়ে তিন-চারটা দল করে ফেললাম। ওদের নিয়ে একটা টুর্নামেন্ট ছেড়ে দিলাম, বিসিবির স্পন্সরে। এটা নিয়েই আজকে (কালকে) আলাপ হয়েছে। দুটির একটি অবশ্যই করে ফেলব।’

এই টুর্নামেন্ট হবে ২০ ওভারের সংস্করণে। এরপর ঘরোয়া ক্রিকেটে মূল স্রোতে প্রবেশ করার চেষ্টা করা হবে বলে জানালেন বিসিবি সভাপতি, ‘এই টুর্নামেন্টের পর ঘরোয়া ক্রিকেট লিগের খেলাগুলো চালু করব। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রিমিয়ার লিগ—যা যা বাকি আছে, সব শেষ করে ফেলব। এটার প্রস্তুতির জন্য এই সময়টা নিচ্ছি, যেন খেলার মধ্যেই আমরা থাকি।’

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘরোয়া ক্রিকেট,টি২০ টুর্নামেন্ট,অনুশীলন,বিসিবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close