ক্রীড়া প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর, ২০২০

আজ থেকে সুরক্ষা বলয়ে টাইগাররা

ফাইল ছবি

কথায় আছে যে পথ দেখায়, সে থাকে সবার চেয়ে এগিয়ে। করোনাকালে সবার আগে এগিয়ে এসেছিল ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথ দেখিয়ে দিয়েছিল তারাই। সর্বপ্রথম বায়ো সিকিউর বাবলের (জৈব সুরক্ষিত বলয়) সঙ্গেও ক্রিকেট বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছিল খেলাটার জনকরা।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সেই মডেল অনুসরণ করে এবার ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে এই ক্যাম্প। এজন্য ডেকে পাঠানো হয়েছে ২৭ জন ক্রিকেটারকে।

ক্রিকেটারদের হোটেলে রেখে শ্রীলঙ্কা সফরের আগ পর্যন্ত এই ক্যাম্প চলবে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। যদিও শ্রীলঙ্কা সফর সুতোয় ঝুলছে এখনো। ডাক্তার দেবাশীষের ভাষ্য, ‘কোভিড-১৯ এর ক্ষেত্রে সীমাবদ্ধতা ও নিরাপত্তার ব্যাপারগুলো মাথায় রেখে স্কোয়াডের অনুশীলন ও চলাচল পর্যবেক্ষণ করা হবে জৈব সুরক্ষিত বলয় তৈরির মাধ্যমে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পে আরো দুই দফা করোনা টেস্ট করানো হবে ক্রিকেটারদের।’

জুলাইয়ে শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো ইংল্যান্ড এই মৌসুমে একে-একে আতিথেয়তা দিয়েছে আয়ারল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে। সবকটি সিরিজই সফলভাবে শেষ করতে পেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিসিবিও ইসিবির সেই মডেল অনুসরণ করতে চায় তাদের গাইডলাইন মেনে চলে এমনটাই জানালেন ডাক্তার দেবাশীষ, ‘আইসিসির নির্দেশনায় ক্রিকেট খেলুড়ে দেশগুলো নিজস্ব পরিকল্পনার মাধ্যমে পেশাদার ক্রিকেটে ফিরছে। সম্প্রতি ইংল্যান্ড চারটি দেশকে আতিথেয়তা দেওয়ার মাধ্যমে খুব সাফল্যের সঙ্গেই নিজেদের গ্রীষ্মকালীন সূচি সম্পন্ন করেছে। তারই ধারাবাহিকতায় বিসিবি জৈব সুরক্ষিত পরিবেশ তৈরির মাধ্যমে ক্রিকেটারদের স্বাস্থ্যঝুঁকি কমানোর চেষ্টা করছে। এই যে সুরক্ষা বলয়, এর আওতায় খেলোয়াড়দের অবস্থানকালীন হোটেল, রেস্তোরাঁ, গাড়ি যেটি দিয়ে যাতায়াত করবে, জিম, ট্রেনিংরুম সবই থাকবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোভিড-১৯ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে, ইসিবি এবং আইসিসির গাইডলাইনের আলোকে প্রত্যেক খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফকে দফায় দফায় পরীক্ষা করাব। কোভিড-১৯ এর অনুপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে তাদের এই বলয়ে নিয়ে এসেছি এবং শ্রীলঙ্কা সফরে আগ পর্যন্ত এই নিয়ম মেনে চলার চেষ্টা করছি।’

তিনি আরো বলেন, ‘যাদের ক্রিকেটারদের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে, তাদেরও টেস্ট করিয়ে নেগেটিভ আসলে এই বলয়ে চলে আসতে পারবে। এর মধ্য দিয়ে ক্রিকেটে অংশগ্রহণ সুরক্ষিত থাকবে এবং খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা নিশ্চিন্তে খেলা চালিয়ে যেতে পারবে।’

গত জুলাইয়ে বিসিবির অধীনে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছিলেন ক্রিকেটাররা। এরপর জোড়ায় জোড়ায় অনুশীলন শুরু করার পর তাদের সঙ্গে যোগ দিয়েছেন কোচিং স্টাফের সদস্যরাও। ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত পজিটিভ এসেছেন ওপেনার সাইফ হাসান। তবে ২৭ জনের ক্যাম্পে আছেন তিনি।

ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার

মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাদমান ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মিঠুন আলি, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাইফ হাসান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাইগার,সুরক্ষা,বিসিবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close