reporterঅনলাইন ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর, ২০২০

অস্ট্রেলিয়াকে পাত্তাই দিলো না ইংল্যান্ড

অজিদের পাত্তা না দিয়ে সিরিজ জিতে নিলো ইংলিশরা

আগের ম্যাচে রোমাঞ্চকর জয়ের পর এবার ইংল্যান্ড জিতল অনায়াসে। নিশ্চিত হয়ে গেল তাদের সিরিজ জয়।

ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে তারা ২-০তে। সাউথ্যাম্পটনে রোববার অস্ট্রেলিয়াকে ১৫৭ রানে আটকে রেখে ইংলিশরা জিতেছে ৭ বল বাকি রেখে।

ইংল্যান্ডের পেসাররা যথারীতি রেখেছেন বড় অবদান, স্পিনে আদিল রশিদ ছিলেন বরাবরের মতোই কার্যকর। ওয়েন মর্গ্যানের নেতৃত্ব আরও একবার ছিল ক্ষুরধার। ক্যারিয়ার সেরা ৭৭ রানের অপরাজিত ইনিংসে রান তাড়ায় দলকে জয়ের ঠিকানায় নিয়ে গেছেন বাটলার।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১৫৭/৭ (ওয়ার্নার ০, ফিঞ্চ ৪০, কেয়ারি ২, স্মিথ ১০, স্টয়নিস ৩৫, ম্যাক্সওয়েল ২৬, অ্যাগার ২৩, কামিন্স ১৩*, স্টার্ক ২*; আর্চার ৪-০-৩২-১, উড ৪-০-২৫-১, কারান ৩-০-২৫-০, রশিদ ৪-০-২৫-১, জর্ডান ৪-০-৪০-২, মঈন ১-০-৮-০)।

ইংল্যান্ড : ১৮.৫ ওভারে ১৫৮/৪ (বাটলার ৭৭*, বেয়ারস্টো ৯, মালান ৪২, ব্যান্টন ২, মর্গ্যান ৭, মঈন ১৩*; স্টার্ক ৪-০-২৫-১, কামিন্স ৩-০-২৪-০, রিচার্ডসন ২-০-১৯-০, ম্যাক্সওয়েল ২-০-১৬-০, জ্যাম্পা ৩.৫-০-৪২-১, অ্যাগার ৪-০-২৭-২)।

ফল : ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-০তে এগিয়ে ম্যান অব দা ম্যাচ : জস বাটলার

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাটলার,অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড,টি-টোয়েন্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close