reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০২০

ওয়াইল্ডকার্ড নিয়ে ইউএস ওপেনে টেনিস তারকা

ইউএস ওপেনে খেলবেন না রাফায়েল নাদাল। করোনা ঝুঁকি ও দীর্ঘ ভ্রমণের ঝামেলার জন্য বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ এ সুপারস্টার। তবে নিউইয়র্কের এ টুর্নামেন্টে ঠিকই খেলবেন অ্যান্ডি মারে। ব্রিটিশ এ টেনিস তারকা আসরে অংশ নিবেন ওয়াইল্ডকার্ড নিয়ে।

২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম আসরে খেলবেন সাবেক নাম্বার ওয়ান তারকা মারে।

বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১২৯তম স্থানে রয়েছেন এখন মারে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণের জন্য র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে আছেন তিন গ্র্যান্ড স্লামের মালিক। তাই ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে হচ্ছে ২০১২ সালের এ ইউএস ওপেন জয়ীকে।

ইউএস ওপেন শুরু হবে ৩১ আগস্ট থেকে। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর পর এটাই বিশ্বের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আসর। কঠোর স্বাস্থ্যবিধি মেনে ফ্লাশিং মিডোসে টুর্নামেন্ট হবে দর্শক শূন্য স্টেডিয়ামে।

স্কটিশ মেগাস্টার মারে খেলবেন ২২ আগস্ট থেকে নিউইয়র্কে শুরু হতে যাওয়া সিনসিনাটি মাস্টার্সেও। মারের সঙ্গে ওয়াইল্ডকার্ড পেয়েছেন তিনবারের ইউএস ওপেন জয়ী কিম ক্লাইস্টার্সও। চলতি বছর দ্বিতীয়বারের মতো অবসর ভেঙে কোর্টে ফিরেছেন ৩৭ বছরের এ বেলজিয়ান তারকা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়াইল্ডকার্ড,টেনিস তারকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close