reporterঅনলাইন ডেস্ক
  ১৫ নভেম্বর, ২০১৯

আগারওয়ালের সেঞ্চুরিতে ভারতের লিড

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিনে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে দ্বিশতকের ঘর পার করেছে ভারত। দ্বিতীয় দিনটা নিজের করে নিলেন ভারতীয় ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল।

দ্বিতীয় দিনের শুরুতেই পূজারা, কোহলির সাজঘরে ফিরে যাওয়ার ধকল সামলে ভারতকে দ্বিশতক রান এনে দেওয়ার সঙ্গে নিজেও শতকের মাইলফলক ছুঁলেন।

দিনের শুরুতেই ভারতীয় শিবিরে জোড়া আঘাত করেন আবু জায়েদ রাহী। ফেরান ভারতের ‘বিগ ফিশ’ বিরাট কোহলিকে। এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য রানে ফিরে গেলেন ভারতের কাপ্তান। দ্বিতীয় দিনের শুরুতেই ভারত শিবিরে হানা দেন আবু জায়েদ রাহী। ইনিংসের ২৯তম ওভারের পঞ্চম বলে স্লিপে দাঁড়িয়ে থাকা সাইফ হাসানের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান চেতেশ্বর পূজারা। যাওয়ার আগে ৭২ বলে ৫৪ রান করেছেন এই ব্যাটসম্যান।

পূজারা, কোহলির বিদায়ের পর চাপে পড়ে যায় ভারত। দক্ষ হাতে মায়াঙ্ক-রাহানে জুটি বড় পার্টনারশিপে ধকল সামলে নিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছেন। দলীয় দ্বিশতকে মায়াঙ্কেরিই একশ’র উপরে রান। এই সিরিজের প্রথম সেঞ্চুরিটি করেন মায়াঙ্ক।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিড,আগারওয়াল,সেঞ্চুরি,বাংলাদেশ ও ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close