reporterঅনলাইন ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রাম টেস্ট

বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতে পারেনি বৃষ্টির কারণে। আগের দিন আলোকস্বল্পতায় একটু আগে খেলা শেষ হওয়ায় চতুর্থ দিনে খেলা শুরু হওয়ার কথা ছিল ২০ মিনিট আগে। কিন্তু খেলা যখন শুরু হওয়ার কথা, উইকেট তখনো ঢেকে রাখা। চট্টগ্রামে চলছে মেঘ-বৃষ্টির খেলা।

শনিবার রাত থেকেই চট্টগ্রামে বৃষ্টি চলছে থেমে থেমে। রোববার সকাল থেকেও বদলায়নি চিত্র। ঢেকে রাখা হয়েছে উইকেট। ক্রিকেটাররা মাঠে এলেও বন্দি হয়ে আছেন ড্রেসিং রুমে। বৃষ্টির বেগ অবশ্য বেশি নয়। তবে খেলা শুরু না হতে দেওয়ার জন্য যথেষ্ট।

প্রথম ইনিংসে ১৩৭ রানের লিড নেওয়া আফগানিস্তান তৃতীয় দিন শেষ করেছিল ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে। এগিয়ে আছে তারা ৩৭৪ রানে। বৃষ্টি থামার অপেক্ষায় চলছে নিশ্চয়ই তাদের প্রার্থনা। বাংলাদেশের জন্য এই বৃষ্টি বেশ উপভোগ্যই হয়ে ওঠার কথা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম টেস্ট,বৃষ্টি,বাংলাদেশ ও আফগানিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close