reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

ফাইনালে তামিম তাণ্ডব, পাহাড় সমান রান কুমিল্লার

মিরপুরের দর্শকরা মেতেছিলো তুমুল উত্তেজনায়। একের পর এক চার-ছক্কার উম্মাদনা। তামিমের ইকবালের ব্যাটে ঝড়। শুরুটা ধীর গতি হলেও বেশিক্ষণ টেকেনি। ঠিকই তাণ্ডব চালালেন দেশসেরা এই ব্যাটসম্যান। প্রথমে দ্রুত অর্ধশতক পূর্ণ করার বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিলেন। করলেনও তা। ৫০ বলে শতক পার। করলেন ১০৩ রান। তারপরও আরও তীব্র বেগে ব্যাট চালালেন। শেষমেষ অপরাজিত থেকে করলেন ৬১ বলে ১৪১ রানের সুপার-ডুপার এক ইনিংস। এই সুবাধে বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে করলো ১৯৯ রানের পাহাড় সমান ইনিংস। জবাবে ঢাকাকে জিততে করতে হবে ২০০ রান।

শুরুতেই রুবেলের আঘাত

বিপিএলের ষষ্ঠ আসরের মেগা ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা ভালো করতে পারেনি ইমরুল বাহিনী। সূচনালগ্নে ইনফর্ম এভিন লুইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান টুর্নামেন্টজুড়ে বল হাতে আগুন ঝরানো রুবেল হোসেন।

বিপিএলের সবচেয়ে সফল দল ঢাকা। গেল পাঁচ আসরে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর দলটি। চতুর্থবার শিরোপা ঘরে তোলার আশায় তারা। অন্যদিকে একবার মুকুট পরেছে কুমিল্লা। দ্বিতীয়বার ট্রফি ক্যাবিনেটে ভরার লক্ষ্য তাদের। ফলে এতে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে তা বলা বাহুল্য। আগুনগরম ম্যাচটি ঘিরে দেশের ক্রিকেটপ্রেমিদের মধ্যে বিরাজ করছে ভীষণ রোমাঞ্চ ও তুমুল উত্তেজনা।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শুরুতে,রুবেলের আঘাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close