reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জুন, ২০১৮

আর্জেন্টিনা প্রস্তুত : হারলেই বাদ

নকআউট পর্ব মানে হারলেই বাদ, ৪ বছরের জন্য আবার অপেক্ষা। এমন ভয়বহ সমীকরণ সামনে রেখে আগামীকাল শনিবার রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্ব ও দিনের প্রথম খেলায় ফুটবিশ্বের আরেক পরাশক্তি ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে ২ বারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ান আর্জেন্টিনা। আর সে কথা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে লিওনেল মেসির দল। ফুটবল বোদ্ধারা বলছেন, ম্যাচটা যেহেতু ফ্রান্সের মতো দলের বিপক্ষে সে কারনে বিদায়ের প্রাক-প্রস্তুতিটাও সেরে রাখা উচিত। অবশ্য আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলিও কোনো আশঙ্কা-সম্ভাবনাকেই বাদ রাখছেন না। ফরাসিদের বিপক্ষে নক আউট পর্বে নামার আগে টাইব্রেকারের প্রস্তুতিও সেরে রাখল আলবিসেলেস্তারা।

আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। ফরাসিদের বিপক্ষে ম্যাচটা দারুণ কঠিন হতে যাচ্ছে মেসিদের জন্য। আতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও অলিভের জিরুদদের নিয়ে ফরাসি দলটি এবারের আসরে অন্যতম সেরা বলে বিবেচিত হচ্ছে। আর্জেন্টিনা এবারের আসরে আহমরি কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে নিস্প্রাণ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করে। দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হেরে যায় ক্রোয়েশিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে দ্বিতীয় পর্বে উঠে আসেন মেসিরা।

এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার অনুশীলনের অনেকটা সময়ই টাইব্রেকার নিয়ে কাজ করেছেন ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবাল্লেরো ও সেহুয়েল গুজম্যান। গোলরক্ষকদের স্পট কিক অনুশীলন করাতে বেশ কয়েকজন তরুণ ফুটবলার নিয়ে আর্জেন্টিনা। আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যায়, দলের তিন গোলরক্ষককে নিয়ে টাইব্রেকার অনুশীলন করাচ্ছেন কোচ হোর্হে সাম্পাওলি। তরুণ ফুটবলারদের অনেকগুলো শট আটকে দেন গোলরক্ষকরা। ফ্রান্স ম্যাচকে সামনে রেখে ডিফেন্স নিয়েও কাজ করছে আর্জেন্টিনা। আগুয়েরো-মারিয়াদের সামনে অনেকক্ষণ ঘাম ঝড়িয়েছেন মাশ্চেরানো, ওতোমেন্ডিরা।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হারলেই বাদ,আর্জেন্টিনা,রাশিয়া বিশ্বকাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist