reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০২৪

গুগল লেন্সে পাওয়া যাবে নতুন সুবিধা

ছবি তুলে বা ফোনের গ্যালারিতে থাকা ছবির মাধ্যমে অনলাইন থেকে নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায় গুগল লেন্স ব্যবহার করে। এবার গুগল লেন্সের মাধ্যমে চাইলে শপিং মল বা দোকানে সাজিয়ে রাখা পণ্যের ছবি তুলে সেই পণ্যের বিস্তারিত তথ্য জানা যাবে। এমনকি পণ্যগুলোর বিষয়ে অন্য ক্রেতাদের মতামত জানার সুযোগও মিলবে।

গুগল জানাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন এ সুবিধা ব্যবহার করতে হলে গুগল অ্যাপে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য শেয়ার করতে হবে। অবস্থানগত তথ্য শেয়ার করার পর ব্যবহারকারীর নিকটস্থ নির্দিষ্ট দোকানে থাকা পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য দেখতে পারবেন। ফলে সহজেই তাঁরা পণ্যটি ভালো না মন্দ, তা তুলনা করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা ওয়ালমার্ট, অ্যামাজনসহ বেশ কিছু প্রতিষ্ঠানে পণ্য কেনার সময় সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুগল লেন্স
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close